নির্দেশিত প্রবন্ধ

ঠাকুরগাঁও-এর একজন অনাদৃত সন্তানঃ ভাষাসৈনিক মরহুম দবিরুল ইসলাম

লিখেছেনঃ অর্বাচীন উজবুক ৩৫৩১ জানুয়ারী ২২, ২০১৮ ০৫:৫৪ অপরাহ্ন ৫ বছর পূর্বে

ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম

ক'দিন থেকে খুব মনোযোগ দিয়ে 'অসমাপ্ত আত্মজীবনী' পড়ছি। এর মধ্যে একজন রাজনীতিকের নাম বারবার এসেছে। তিনি হচ্ছেন, ভাষাসৈনিক মরহুম  দবিরুল ইসলাম সাহেব। তার সম্পর্কে কীভাবে লিখব কোত্থেকে শুরু করব বুঝতে পারছি না। এটুকু বলে শুরু করি, তিনি আমাদের ঠাকুরগাঁও-এর সন্তান এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম সভাপতি।

আমরা যেসময়ে ঠাকুরগাঁও জিলা [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ রাজনীতি | ট্যাগসমূহঃ প্রবন্ধ রাজনীতি একুশ ইতিহাস ঠাকুরগাঁও [ ৩৫৩১ ] [ ০ ]

শূন্যতা

লিখেছেনঃ শাকের ইবনে কামাল ২৪৭০ জুলাই ১৩, ২০১৭ ০৯:৪৫ অপরাহ্ন ৫ বছর পূর্বে

জীবনের অর্থ কি ? 

এর উত্তর খুঁজতে গিয়ে 

পেলাম তোমার দেখা, সে যেন 

দেখা নয় অন্যকিছু , না হলে কেন সেদিন

তোমাকে দেখে মনে হয়েছিল

এ জীবনের অন্ত এখানেই নয়

অনেক দূরে কোথাও কিংবা অনন্ত ।

 

তুমি আমাকে দিয়েছিলে জীবনের শুদ্ধতম সুধা

যার জন্য ছিল আমার এতো অপেক্ষা,

তোমাকে পেয়ে মনে হয়েছিলো, কেবলমাত্র 

তোমার জন্যই [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা [ ২৪৭০ ] [ ১ ]

আমাদের দেশ এবং সমাজজীবন

লিখেছেনঃ একলব্য শুন্যতা ৭৬৬ জুলাই ১১, ২০১৭ ১২:০৭ অপরাহ্ন ৫ বছর পূর্বে

 কিছুদিন ধরে কিছু কিছু বিষয় খুব ভাবাচ্ছে, ঠিক যেন গভীর একটা অস্বস্তি, এটা যেমন ধরা ছোঁয়ার বাইরে তেমনি চিন্তার ও বাইরে, এমন একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক প্রস্তুতি থাকা দরকার, কিন্তু সমস্যা হলো এইসব বিষয় নিয়ে পড়তে গেলেই অসুস্থ বোধ করি, তাই কিছুটা নিজের মত করেই লিখতে হচ্ছে।

প্রথমেই আমাদের বাংলাদেশী মনন নিয়ে বলতে হয়, আমরা জাতি তে বাঙালি, চিন্তায় মুসলমান বাঙালী, কথায় গণতান্ত্রিক, চাওয়া গুলো সমাজতান্ত্রিক, অর্থনীতিতে পুঁজিবাদী, কর্মে নিজস্ববাদ, [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ প্রবন্ধ | ট্যাগসমূহঃ দর্শন রাজনীতি সংস্কৃতি সমসাময়িক জাতীয় সম্পদ [ ৭৬৬ ] [ ০ ]

এলোমেলো শৈশব - ১

লিখেছেনঃ অর্বাচীন উজবুক ২০৩৮ জুন ২৪, ২০১৭ ০৭:৫৬ অপরাহ্ন ৫ বছর পূর্বে

জানা নেই!

[ছবিটি লেখকের হাতে আঁকা, প্রায় এক দশক আগের]

শিরোনামটা "এলোমেলো শৈশব" দিবার একমাত্র কারণ, ঘটনাগুলোর সময়রেখা কোন নির্ধারিত ছকে বাঁধা নয়। ছোটবেলার যখন যে বিষয়টা মাথায় আসছে, সেটাই লিখে ফেলছি। ব্লগে লিখে রাখছি খুব বড় কোন উদ্দেশ্য নিয়ে নয়। একান্তই নিজের জন্য! অনেক বয়স যখন হয়ে যাবে, বুড়িয়ে যাব যখন, তখন যদি নিজে পড়তে নাও পারি, নাতি-নাতনিদের অনুরোধ করব পড়ে শোনাবার জন্য। আর পাবলিকলি [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ আত্মজীবনী | ট্যাগসমূহঃ ব্যক্তিগত কথাকাব্য আত্মজীবনী [ ২০৩৮ ] [ ২ ]

থাক সেসব নামকরণের ইতিহাস

লিখেছেনঃ সিকদার ডায়মন্ড ৬৮৩ জুন ২১, ২০১৭ ০৬:৩৮ অপরাহ্ন ৫ বছর পূর্বে

এইযে প্রিয়জন,
একটু দাড়ান চশমাটা খুলে
কিছু কথা রয়ে গ্যাছে বাকি
ব্যালটের আড়ালে।।

আমায় আপনি চিনতে পারবেন না
আমার ডাকনাম বেয়াদব
অন্ততপক্ষে অগোচরে এ নামেই সবাই ডাকে আমাকে
থাক সেসব নামকরণের ইতিহাস
ভোটের আগে সবাই আমায় জনগন বলে জানতো।।

আপনার কথা কাজের মিল পাওয়া যাচ্ছেনা ইদানীং
তাই সাবধান করতে এলাম
সময় বৈরী হবার আগেই
মিলিয়ে নিন প্রতিজ্ঞাসমগ্র।।

৫৫ টাকায় মোটাচাউলের ভাত আমার গলা দিয়ে নামেনা
আপনাকে নিশ্চয় এসব গিলতে [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা রাজনীতি শিল্প-সাহিত্য সমসাময়িক স্যাটায়ার [ ৬৮৩ ] [ ০ ]

আমি বাংলাদেশের দলে

লিখেছেনঃ সিকদার ডায়মন্ড ৭০৫ জুন ২১, ২০১৭ ০৬:১৩ অপরাহ্ন ৫ বছর পূর্বে

আমার দ্বিতীয় দফা জন্ম হয়েছিল বাহাত্তরে
অথচ আমাকে বিনা নোটিসে ফিরে আসতে হয়েছিল পঁচাত্তরেই
আজ আবারো দেখতে এলাম তোরা ক্যামন আছিস

তোরা ডাকলে আমি না এসে পারি
আমাকে যে আসতেই হয়
এই অগাধ বিস্বাসের প্রতিদান দিতে
কিন্তু গুলিস্থান গিয়েই মনটা খারাপ হয়ে গ্যাছে

যেখানে দাঁড়ালে কেপে উঠতো পাকিস্থান
সেখানে এখন জুতোর দোকান, জুতোর!
আর যেখানে দাঁড়িয়ে মানুষেরা বলত জয় বাংলা
সেখানে এখন ফুটপাতের ফেরিওওয়ালা বোঝাই
ওরা না হয় থাকুক
আমার [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা রাজনীতি মুক্তিযুদ্ধ সমসাময়িক বাংলাদেশ [ ৭০৫ ] [ ০ ]

সিনেমা জীবন - ১

লিখেছেনঃ সিকদার ডায়মন্ড ১০৪২ জুন ২০, ২০১৭ ০৭:০৬ অপরাহ্ন ৫ বছর পূর্বে

সিনেমা আমার জিবনের সাথে কখন যে রক্তের মতো মিশে গেছে, বুঝে উঠতে পারিনি । বাংলাদেশের সিনেমায় এই মুহূর্তে চলছে দুঃসময় । কাদা ছোড়াছুড়ি যেন থামছেই না, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, সেন্সর বোর্ড, তথ্য মন্ত্রণালয় সবপক্ষই যেন একজন আরেকজনের পেছেনে লেগে থাকা ছাড়া আর কোন কাজ নেই । অথচ সিনেমার উন্নয়নে সবার কাধে কাধ মিলিয়ে কাজ করবার এটাই ছিল সবচেয়ে প্রয়োজনীয় সময় । সামনে ঈদ, আর এই ঈদে যেসব সিনেমা রিলিজ হবার সম্ভাবনা রয়েছে - সেসব সিনেমার সার্বিক [...] বাকিটুকু পড়ুন

বিষয়ঃ চলচ্চিত্র | ট্যাগসমূহঃ সংস্কৃতি চলচ্চিত্র উৎসব [ ১০৪২ ] [ ২ ]

বড়মাঠ একটি ঐতিহ্য

লিখেছেনঃ একলব্য শুন্যতা ১২৩৩ জুন ১৮, ২০১৭ ০৮:৩৩ অপরাহ্ন ৫ বছর পূর্বে

আমরা যারা ৯০ এর দশকে জন্ম নেয়া ঠাকুরগাঁও এর সন্তান, তারা বড়মাঠকে একটু অন্যভাবেই দেখি, এখানেই আমাদের বন্ধুত্ব, হাসি, খেলা, প্রেম গুলো হয়েছে। এক কথায় আমরা বড়ই হয়েছি বড়মাঠের কোলে।

স্পর্শকাতর একটা বিষয় নিয়েই শুরু করি,আমাদের দেশে প্রেম জিনিসটা যতটা বিজ্ঞাপন, যতটা নাটক সিনেমার বিষয়,বাস্তবে ততোধিক গোপন বিষয়। আর একটা মফস্বল শহড়ে তা রীতিমতো হারাম। সেই বিষয়টাকে সহজ স্বচ্ছ করে তুলেছিলো বড়মাঠ, সেটার সুযোগ আপনারা এটাকে রেস্তরাঁ আর আবাসিক হোটেলে নিয়ে [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ সমসাময়িক | ট্যাগসমূহঃ প্রবন্ধ রাজনীতি সংস্কৃতি সমসাময়িক ঠাকুরগাঁও [ ১২৩৩ ] [ ২ ]

চীন নয়, ভারত নয়, এত অস্ত্র তাহলে কার তৈরি... এবং কার???

লিখেছেনঃ আব্দুস সামী ৮২০ জুন ০৫, ২০১৭ ১২:০৬ পূর্বাহ্ন ৫ বছর পূর্বে

ঘটনাটা বেশ মজার।
ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি লোভী হাঁসের মালিক। যে এমন একটা হাঁস পায় যেটা প্রতিদিন সোনার ডিম দিত কিংবা একটু বড় হয়ে পড়েছি এলিসের আজব জগতের গল্প কিংবা পিটার প্যানের গল্প। কিন্তু এই ঘটনাটা বাস্তব, “মাছ ধরতে গিয়ে মিলল অস্ত্র” । তবে এসব যেমন তেমন অস্ত্র নয় আর সংখ্যাটাও কম নয়।

সাম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের খালে মাছ ধরতে গিয়ে হৃদয় নামে ২০ বছরের এক তরুণ হঠাৎ অন্তত ৯টি অস্ত্র পায়। এরপর সে অস্ত্রগুলো তার বাসায় নিয়ে যায়। সে [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ সমসাময়িক | ট্যাগসমূহঃ সমসাময়িক [ ৮২০ ] [ ০ ]

কুলাঙ্গার

লিখেছেনঃ সারাহ্ খান ৮১১ মে ৩১, ২০১৭ ০২:১০ অপরাহ্ন ৬ বছর পূর্বে

জানালার ধারে বসে আমি দেখেছি সূর্য উঠতে,

এক বসাতেই দেখে ফেলেছি রক্তচোষা সূর্যাস্ত,

সেবারে জ্যোৎস্নায় স্নান দেখেছি আমি চাঁদের,

এরও আগে মধ্যপ্রহরে শিশিরবিন্দু দেখে অবাক পার করেছি সময়।

অলসতার ভীড়ে উঁকিঝুঁকি দেয়া কত ব্যস্ততা,

রাস্তার মানুষের লেনদেনে কত ছলনার বিস্তার!

নির্দিষ্টতার বাইরের নিয়ম লঙ্ঘনের লাঞ্ছনা,

অগ্রহায়ণেও বিরক্তি ঠাহর করেছে লাল নীল সবুজ দেয়াল জুড়ে।

আমার অফুরন্ত সময়ের মাঝে অনন্তকাল ধরে গ্রাহ্যতা [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ শোকগাঁথা [ ৮১১ ] [ ০ ]

অপপ্রয়োগ

লিখেছেনঃ সারাহ্ খান ৯৪৭ মে ৩০, ২০১৭ ১১:০০ অপরাহ্ন ৬ বছর পূর্বে

কলুষিত ভগবান সে, তোমার দাবি মানলে।

ইসলাম গালি হয়ে দাঁড়ায়, ষড়যন্ত্র নাটকে।

ধর্ম নীতি বিধান বিধির আগাগোড়া নিয়ে তর্ক,

ব্যর্থতা ঢাকতে খুন খারাবি- পরিচয় মূর্খ।

 

বিবেক নিজের, প্রশস্ততা হারিয়েছে কী অন্তর?

কীভাবে ভাবো, স্রষ্টার হুকুম ক্যানিবলিজম?

 

অক্ষরে যদিও অমিল, পার্থক্যহীন প্রতি ভাবার্থ-

স্বর, দৃষ্টি, চিন্তায় শালীনতার উপস্থিতি কাম্য।

মানুষ করতেই প্রয়াস যেখানে পাতায় পাতায়,

কোন বিষ গিলে পঙক্তিদের ফেলো [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ শিল্প-সাহিত্য | ট্যাগসমূহঃ দর্শন রাজনীতি সমসাময়িক আন্তর্জাতিক দুর্নীতি [ ৯৪৭ ] [ ০ ]

ছোট গল্প | হারিয়ে যাওয়া

লিখেছেনঃ মির কায়সার ৪৬০৫ এপ্রিল ২৪, ২০১৭ ০৯:০৬ অপরাহ্ন ৬ বছর পূর্বে

পার্ক এ হরেক রকম মানুষ দেখা যায় । হরেক রকম মানুষ দেখতে ভালোও লাগে । সবাই হাসিখুশি । হাসিখুসি মানুষদের  মাঝে গোমরা মুখে থাকা যায় না । আমিও তাই হাসিখুশি হয়ে গেলাম । মজার ব্যাপার হচ্ছে হাসি-খুশি থাকার মধ্যে অনেক ভালোলাগা আছে । দূরে ঘাসের উপর ১ টা বাচ্চা ছেলে একা একা বল খেলছে । কিন্তু আমার কেনো জানি মনে হচ্ছে বাচ্চাটার মনে আনন্দ নেই কারন তার বাবা-মা কেউ তার সাথে খেলছে না বরঞ্ছ তারা একটু পর পর তাকে দূরে যেতে বাধা দিচ্ছে । আমি দৃষ্টি ঘুরালাম । এখানে আরো [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ গল্প | ট্যাগসমূহঃ গল্প [ ৪৬০৫ ] [ ০ ]

সমসাময়িকঃ আসলেই কি বন্ধ হয়ে যাচ্ছে ফেইসবুক?

লিখেছেনঃ অর্বাচীন উজবুক ৩০৪৩ এপ্রিল ১৭, ২০১৭ ১২:১৪ পূর্বাহ্ন ৬ বছর পূর্বে

বিকেল থেকে ফেইসবুক মেসেজে ভরে যাচ্ছে যে, ফেইসবুক ওভারপপুলেটেড হয়ে গেছে, অনেক ঝামেলা, নানান সমস্যা; তাই ফেইসবুক বন্ধ হয়ে যাবে। তবে, যদি আপনি পঁচিশ জনের কাছে ওই মেসেজটা পাঠান এবং ফেইসবুক তা বুঝতে পারে, তবেই আপনার একাউন্ট বেঁচে যাবে! বাহ! কি চমৎকার সল্যুশন। ফেইসবুক যদি তথ্যভান্ডারের চাপে ভারিই হয়ে যায়, তাহলে খামোখা তারা এই স্প্যামিংটা করবে কেন? এটা যাদের কাছে যাচ্ছে তাদের অর্ধেকও যদি পঁচিশ জনকে পাঠায় তা নিশ্চয়ই ফেইসবুক সার্ভারে কয়েক [...] বাকিটুকু পড়ুন

বিষয়ঃ সমসাময়িক | ট্যাগসমূহঃ বিজ্ঞান ও প্রযুক্তি সমসাময়িক [ ৩০৪৩ ] [ ২ ]

লুডু

লিখেছেনঃ কে শায়েখ ইবনে মিজান ২৪৯১ এপ্রিল ১১, ২০১৭ ১১:১২ অপরাহ্ন ৬ বছর পূর্বে

লুডু খেলবে আমার সাথে?

- বেশ!

তুমি সাপ হবে, আর আমি হব গুটি!

- মাঝে মাঝে মই হতে চাই।

তাই নাকি?

- তোমার রন্ধ্রে রন্ধ্রে আরোহণ হবে।

আলো না থাকলে?

-চাঁদের আলোয় লুডু হয় না বুঝি?

তা হয় বেশ, চল শিশু গাছের ছায়ায় বসি!

-এই রাতে আবার ছায়া?

চাঁদেরও ছায়া আছে, তারারও মায়া আছে।

-ওসব বাদ, প্রথম দানটা দাও তো! 

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা শিল্প-সাহিত্য রসগল্প [ ২৪৯১ ] [ ৩ ]

'গোয়েন্দা ভাগফল' এবং অন্যান্য

লিখেছেনঃ অর্বাচীন উজবুক ৩৪১৩ এপ্রিল ০৫, ২০১৭ ০৮:৫৩ অপরাহ্ন ৬ বছর পূর্বে

বেশ কিছুদিন আগে একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলাম। এর আগেও দেশের স্বনামধন্য কয়েকটা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার অভিজ্ঞতা আছে। তবে এবারেরটা ভিন্ন ছিল। ভিন্ন হবার কারণটা এরকম, প্রতিটি সাক্ষাৎকার শেষে একজন প্রার্থী বুঝতে পারেন তার সাক্ষাৎকারটা কেমন হল; দুই সেশনের এ সাক্ষাৎকার দিয়ে আমি বুঝলাম, আমি যথেষ্ট আত্মতৃপ্ত! এর কারণ হতে পারে, বেশিরভাগ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারা। সফটওয়্যার নির্মাতা [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ প্রবন্ধ | ট্যাগসমূহঃ প্রবন্ধ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যক্তিগত কথাকাব্য আত্মজীবনী [ ৩৪১৩ ] [ ০ ]

যদি অনিয়মই প্রকৃত সময়?

লিখেছেনঃ সারাহ্ খান ৮৭৪ মার্চ ২৬, ২০১৭ ০১:০৫ পূর্বাহ্ন ৬ বছর পূর্বে

শক্ত মাটি আকাশ আমার, আজ মেঘে পদচারণ।

ঝাপসা দৃষ্টি চারপাশ, অপকার আনুকূল্য যখন।

ঘড়ির পকেটে, বিচ্ছিন্নতায় পড়ে আছে তিনটা কাটা,

তাদের অধঃপতন কীভাবে আর কারো পরাধীনতা?

দশক, যুগ, শতাব্দী- প্রবঞ্চনা, বাস্তবতার আড়ালে।

নিরবধি যে অর্থপূর্ণ, সময় নির্দিষ্টতা হারালে।

শ্বাসরোধ করে রক্ষক খোঁজে নিজে বাঁচবার প্রেরণা,

আমি আমার মৃত্যুর কারণে অর্পিত সংবর্ধনা।

হয়তো নরকগামী প্রভাবক, নিষ্প্রভ ফলাফল।

তবে স্বার্থহীন অস্তিত্বের কীভাবে [...]

বাকিটুকু পড়ুন

বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা দর্শন [ ৮৭৪ ] [ ০ ]

ব্লগের তথ্য
মোট ব্লগারঃ ৬৮ জন
সর্বমোট ব্লগপোস্টঃ ৯৬ টি
সর্বমোট মন্তব্যঃ ১২২ টি


আজ শুক্রবার, সময় ০৮:১৪ পূর্বাহ্ন
জ্যৈষ্ঠ ১৯, ১৪৩০ বঙ্গাব্দ
জুন ০২, ২০২৩ খ্রিস্টাব্দ
অনলাইনে আছেন

পুস্তক (www.pustokbd.com)

কিনুন | বেচুন | খুঁজুন

"অন্ধকারের জমিনে আলোর খেলা দেখছি। অন্ধকারের মাঝে যেন আলোর গান শুনতে পাচ্ছি। ধ্বংসের গান, সৃষ্টির গান। আলোর গান, অন্ধকারেরও গান। একই গান। রেলগাড়ির গতির কারণেই অনুভূতিটা আরো প্রগাঢ় হচ্ছে বোধকরি। বাতাস যেন আলোদের গায়ে- অন্ধকারের গায়ে বাড়ি খেতে খেতে মূর্ছনা তুলছে। আমি জানালার পাশে বসে অন্ধকারের গান শুনি।"
- ভারত ভ্রমণের দিনলিপি

মন্ত্রমুগ্ধের মতো নিখুঁত হাতের লেখা ভ্রমণকাহিনী পড়তে পড়তে প্রকৃতি আর সাহিত্যের গভীরে চলে যেতে চান? ভালোবাসেন ভ্রমণ করতে ও ভ্রমণের গল্প শুনতে? তাহলে এই বইটা আপনাকে পড়তেই হবে। ভ্রমণকাহিনীর ফাঁকে কখন যে আনমনা হয়ে লেখকের সঙ্গেই আজমির এক্সপ্রেসে চেপে চলে যাবেন রাজস্থানের জয়পুরে কিংবা সিমলায় টেরই পাবেন না।
ফেইসবুক পাতা
- বইমেলায় পাবেন সোহরাওয়ার্দী উদ্যানে অন্যরকম প্রকাশনীর ৪৫৭ নাম্বার স্টল এ, ঐতিহ্যের পূর্বদিকে।
- রকমারিতে অর্ডার করতে পারেন https://goo.gl/25wa9A লিংকে।


ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না