লুডু খেলবে আমার সাথে?
- বেশ!
তুমি সাপ হবে, আর আমি হব গুটি!
- মাঝে মাঝে মই হতে চাই।
তাই নাকি?
- তোমার রন্ধ্রে রন্ধ্রে আরোহণ হবে।
আলো না থাকলে?
-চাঁদের আলোয় লুডু হয় না বুঝি?
তা হয় বেশ, চল শিশু গাছের ছায়ায় বসি!
-এই রাতে আবার ছায়া?
চাঁদেরও ছায়া আছে, তারারও মায়া আছে।
-ওসব বাদ, প্রথম দানটা দাও তো!
ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না
অর্বাচীন উজবুক
April 11, 2017 11:36 PM , ৬ বছর পূর্বেApr 12, 2017 12:22 AM , ৬ বছর পূর্বে