লিখেছেনঃ
2023-06-02+0607:02 লুডু খেলবে আমার সাথে? - বেশ! তুমি সাপ হবে, আর আমি হব গুটি! - মাঝে মাঝে মই হতে চাই। তাই নাকি? - তোমার রন্ধ্রে রন্ধ্রে আরোহণ হবে। আলো না থাকলে? -চাঁদের আলোয় লুডু হয় না বুঝি? তা হয় বেশ, চল শিশু গাছের ছায়ায় বসি! -এই রাতে আবার ছায়া? চাঁদেরও ছায়া আছে, তারারও মায়া আছে। -ওসব বাদ, প্রথম দানটা দাও তো!  ২৪৯১ এপ্রিল ১১, ২০১৭ ১১:১২ অপরাহ্ন ৬ বছর পূর্বে

লুডু খেলবে আমার সাথে?

- বেশ!

তুমি সাপ হবে, আর আমি হব গুটি!

- মাঝে মাঝে মই হতে চাই।

তাই নাকি?

- তোমার রন্ধ্রে রন্ধ্রে আরোহণ হবে।

আলো না থাকলে?

-চাঁদের আলোয় লুডু হয় না বুঝি?

তা হয় বেশ, চল শিশু গাছের ছায়ায় বসি!

-এই রাতে আবার ছায়া?

চাঁদেরও ছায়া আছে, তারারও মায়া আছে।

-ওসব বাদ, প্রথম দানটা দাও তো! 


বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা শিল্প-সাহিত্য রসগল্প [ ২৪৯১ ] 2491 [ ৩ ] 3
  • শেয়ার করুনঃ
পাঠিয়ে দিনঃ

ব্লগারঃ কে শায়েখ ইবনে মিজান

ব্লগ লিখেছেনঃ ১ টি
ব্লগে যোগদান করেছেনঃ ৬ বছর পূর্বে

৩ টি মন্তব্য ও প্রতিমন্তব্য

অর্বাচীন উজবুক

April 11, 2017 11:36 PM , ৬ বছর পূর্বে
হুম! চিন্তার বিষয়। বিরাট প্রতীকী লেখা! ??
প্রতিমন্তব্য (লগইন)

কে শায়েখ ইবনে মিজান
Apr 12, 2017 12:22 AM , ৬ বছর পূর্বে
??

একলব্য শুন্যতা

June 18, 2017 09:38 PM , ৫ বছর পূর্বে
সুন্দর কবিতা...
প্রতিমন্তব্য (লগইন)

মন্তব্য করুন

মন্তব্য করবার জন্য আপনাকে লগইন করতে হবে।
ব্লগের তথ্য
মোট ব্লগারঃ ৬৮ জন
সর্বমোট ব্লগপোস্টঃ ৯৬ টি
সর্বমোট মন্তব্যঃ ১২২ টি


ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না