জীবনের অর্থ কি ?
এর উত্তর খুঁজতে গিয়ে
পেলাম তোমার দেখা, সে যেন
দেখা নয় অন্যকিছু , না হলে কেন সেদিন
তোমাকে দেখে মনে হয়েছিল
এ জীবনের অন্ত এখানেই নয়
অনেক দূরে কোথাও কিংবা অনন্ত ।
তুমি আমাকে দিয়েছিলে জীবনের শুদ্ধতম সুধা
যার জন্য ছিল আমার এতো অপেক্ষা,
তোমাকে পেয়ে মনে হয়েছিলো, কেবলমাত্র
তোমার জন্যই আমার এ জীবন, আমরা
সৃষ্টি হয়েছি একে অপরের জন্য ।
সেদিন পরিপূর্ণতা কি বুঝতে পেরেছিলাম
যেদিন তুমি আমাকে দিয়েছিলে তোমার মনের
পবিত্র আর অফুরন্ত এক ভালোবাসা সমুদ্র,
সে সমুদ্রের জলে আমার কাছে তখন
ছিলে মিষ্টির থেকে মিষ্টি, সে জলে অবগাহন করে
আমি নিশ্চিহ্ন করেছিলাম আমার অপবিত্রতাকে
পরিণত হয়েছিলাম এক পবিত্র মনের মানুষে ।
তোমার অধরের স্পর্শে নিজেকে আমার ধন্য মনে
হয়েছিল, কেননা সেখানে কেবলেই ছিল অকৃত্রিম ভালোবাসা ।
কিন্তু বিধাতার অদ্ভুত লীলাখেলায়, চলে গেলে তুমি
আমাকে ছেড়ে বহুদূরে এক অচেনা জগতে,
আমি রয়ে গেলাম এক গভীর শূন্যতায়, নিকষ কালো অন্ধকারে
তখন তোমার সমুদ্রের জল ছিলো বিষাদময় ।
কতবার চেষ্টা করেছি সে ভালোবাসা স্পর্শ করতে, পারিনি আমি
কেন ? কারণ সেদিন ছিলো না তুমি আমার পাশে ।
তবে এই জীবনের অর্থ কি ?
শূন্যতা নাকি পরিপূর্ণতা !
ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না
অর্বাচীন উজবুক
July 18, 2017 02:27 AM , ৫ বছর পূর্বে