আমার দ্বিতীয় দফা জন্ম হয়েছিল বাহাত্তরে
অথচ আমাকে বিনা নোটিসে ফিরে আসতে হয়েছিল পঁচাত্তরেই
আজ আবারো দেখতে এলাম তোরা ক্যামন আছিস
তোরা ডাকলে আমি না এসে পারি
আমাকে যে আসতেই হয়
এই অগাধ বিস্বাসের প্রতিদান দিতে
কিন্তু গুলিস্থান গিয়েই মনটা খারাপ হয়ে গ্যাছে
যেখানে দাঁড়ালে কেপে উঠতো পাকিস্থান
সেখানে এখন জুতোর দোকান, জুতোর!
আর যেখানে দাঁড়িয়ে মানুষেরা বলত জয় বাংলা
সেখানে এখন ফুটপাতের ফেরিওওয়ালা বোঝাই
ওরা না হয় থাকুক
আমার বাঙলার ছেলেপুলে চুড়ি না করে ব্যাবসা করে খাচ্ছে খাক।
কিন্তু মোর ঘুরে বায়তুল মোকাররমের গেটে এরা কারা
আমার হুট করেই মনে হল
ভুল করে লাহোর চলে এলাম নাকি
কই নাতো
ওই যে সেক্রেটারিয়েট দ্যাখা যায়
আচ্ছা আমার সময়েও কি ওটা ওখানেই ছিল
মনে নেই
বড্ড ভুলোমন হয়েছে আজকাল
আচ্ছা এরা কারা জাতীয় মসজিদে
স্বাধীন দেশে এরা কার কল্লা চায় তাইতো বুঝলাম না
ইয়াহিয়া, ভুট্টোর সাথে দোজখের গেটে দ্যাখা হয়েছিল
সেবার ছুটিতে বেহেশত থেকে বত্রিশ আসবার সময়
কেউ ওদের কিচ্ছু বলেনা ক্যান
কাদের, রাজ্জাক, তোফায়েল এরাই বা কই
ওসব বেশিক্ষন ভালো লাগল না
চলে এলাম টিএসসি
চুপচাপ বসে আছি মন খারাপ করে
বেশ কয়েকজনকে খুঁজে বের করতে হবে
আচ্ছা ওরা কি এখনো হোস্টেলেই থাকে না বড় হয়ে বুড়ো হয়ে গ্যাছে সেটাও ভাবনার বিষয়
পাশেই দেখি ছাত্ররা বলাবলি করছে
ওই হালায় দলবাজি করে
ওরে মারতে হইব
তাইলেই আমি লীগের পোস্ট পামু
আমি চিল্লাইয়া চিল্লাইয়া বললাম
এই তোমরা মারামারি কইরো না
নিজেরা নিজেরা মারামারি করলে দ্যাশটারে দেইখ্যা রাখবো কেডা
আমার কথা কেউ শুনেনা ক্যান
আমি অশরীরি বলেই কি
ওরে তোরা কি জানিস না
এই বাঙলার বাতাসে আমি
এই বাঙলার মাটিতে আমি
তোদের এতো কিসের আস্ফালন
আমার নাম ভাঙায়ে আর কতোকাল খাবি
আমারে যদি এতোই মানতিস
তবে কি আর এতো দলাদলি করতিস
তোরা কোন দলে আমি জানিনা
আমার দলে অন্তত নয়
আমি মানুষের দলে
আমি প্রকৃতির দলে
আমি বাংলাদেশের দলে
ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না