আমরা যারা ৯০ এর দশকে জন্ম নেয়া ঠাকুরগাঁও এর সন্তান, তারা বড়মাঠকে একটু অন্যভাবেই দেখি, এখানেই আমাদের বন্ধুত্ব, হাসি, খেলা, প্রেম গুলো হয়েছে। এক কথায় আমরা বড়ই হয়েছি বড়মাঠের কোলে।
স্পর্শকাতর একটা বিষয় নিয়েই শুরু করি,আমাদের দেশে প্রেম জিনিসটা যতটা বিজ্ঞাপন, যতটা নাটক সিনেমার বিষয়,বাস্তবে ততোধিক গোপন বিষয়। আর একটা মফস্বল শহড়ে তা রীতিমতো হারাম। সেই বিষয়টাকে সহজ স্বচ্ছ করে তুলেছিলো বড়মাঠ, সেটার সুযোগ আপনারা এটাকে রেস্তরাঁ আর আবাসিক হোটেলে নিয়ে যাবার উপায় খুঁজছেন। তারপর আবার সময়ে সময়ে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সঙিন করে দেবেন।
তারপরে আসি বন্ধুত্ব, কি হবে আমাদের সময়ের বড় মাঠ না থাকলে? তা হবে কিছু ছেলে মাদক এর কানাগলি খুজে পাবে, কিছু যাবে গেমস আর দামী গেজেট কেনার পেছনে। নির্দোষ হাসি ঠাট্টা আর থাকবে না। এমনিতেই আমাদের এখানে পাঠাগার আর বই এর সুবিধা অপ্রতুল।
খেলা নিয়ে আর কিছু নাইবা বলি,সেটা খেলার জগতের মানুষদেরই বিষয়।
আমরা জানি ছাত্রলীগ(ছাত্রলীগ থেকে বহিষ্কৃত) নাম নিয়ে কিছু অপরিণত মানুষ এইসবের জন্য দায়ী, আর তাদের পেছনে আছে আওয়ামীলীগের অসুস্থ মানুষ যারা এই ৮বছরেও ঠাকুরগাঁও এর জন্য তেমন কিছুই করতে পারেনি। যাদের জন্য আমরা ঠাকুরগাঁও এ বলতে পারিনা আওয়ামীলীগ দেশের জন্য কল্যাণকর, শুভ বুদ্ধির উদয় হোক, সকল অন্যায় লোপ পাক।
ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না
অর্বাচীন উজবুক
June 18, 2017 11:26 PM , ৩ বছর পূর্বেJun 18, 2017 11:33 PM , ৩ বছর পূর্বে