লিখেছেনঃ
2023-06-02+0607:09 সুখ- তুমি যাবে..?  নিয়ে আমায় সঙ্গে করে ওই দূর শুভ্র নীলাম্বরে? যেথায় থাকবেনা কোনো ভয়-সংশয়, চলবেনা কো দুনিয়াটা কারো জোরে! যেথায় থাকবো মোরা কোনো ভোরে, ফুটন্ত গোলাপে শিশিরকণা  থাকে যেমন করে। সুখ! একটিবার শোনো আমার কথা, কারো মনে কভু আমি দিতে চাইনি ব্যাথা। তবু কেনো চলে যাও বারে বারে, ছুঁয়ে আমায় একটু আলতো করে। করবো না আর নিরাশ তোমায়, থাকবো সদা পাশে। একটাই অনুরোধ; আমায় শুধু আগলে রেখো তোমার লুকোচুরির বেশে।   সুখ...? তুমি আবার চলে গেলে! আমায় এই পরাজয়ের শৃঙ্খলের দেশে ফেলে.. ৬৬৭ জানুয়ারী ২৭, ২০১৮ ১০:০৪ অপরাহ্ন ৫ বছর পূর্বে

সুখ-

তুমি যাবে..?  নিয়ে আমায় সঙ্গে করে

ওই দূর শুভ্র নীলাম্বরে?

যেথায় থাকবেনা কোনো ভয়-সংশয়,

চলবেনা কো দুনিয়াটা কারো জোরে!

যেথায় থাকবো মোরা কোনো ভোরে,

ফুটন্ত গোলাপে শিশিরকণা 

থাকে যেমন করে।

সুখ!

একটিবার শোনো আমার কথা,

কারো মনে কভু আমি দিতে চাইনি ব্যাথা।

তবু কেনো চলে যাও বারে বারে,

ছুঁয়ে আমায় একটু আলতো করে।

করবো না আর নিরাশ তোমায়,

থাকবো সদা পাশে।

একটাই অনুরোধ;

আমায় শুধু আগলে রেখো

তোমার লুকোচুরির বেশে।

 

সুখ...? তুমি আবার চলে গেলে!

আমায় এই পরাজয়ের শৃঙ্খলের দেশে ফেলে..


বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা [ ৬৬৭ ] 667 [ ০ ] 0
  • শেয়ার করুনঃ
পাঠিয়ে দিনঃ

ব্লগারঃ শেখ সাইফ আহমেদ আফ্রিদি

ব্লগ লিখেছেনঃ ১ টি
ব্লগে যোগদান করেছেনঃ ৫ বছর পূর্বে

০ টি মন্তব্য ও প্রতিমন্তব্য

মন্তব্য করুন

মন্তব্য করবার জন্য আপনাকে লগইন করতে হবে।
ব্লগের তথ্য
মোট ব্লগারঃ ৬৮ জন
সর্বমোট ব্লগপোস্টঃ ৯৬ টি
সর্বমোট মন্তব্যঃ ১২২ টি


ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না