গলির পাশের তিন নম্বর বাড়িটার,
অবাক করা দৃষ্টি ছিলো নারীটার।
কান্না এলে পাথর চেপে দিতো বাঁধ,
কেউ কখনো বুঝতোনা তার আর্তনাদ।
পণের জন্য গোপণে মার খাচ্ছে রোজ,
কোথায় পাবে লক্ষাধিক ঐ টাকার খোঁজ?
রিকশাচালক বাবার যে আর নেই উপায়,
ক্যাম্নে দিবে শ্বশুরবাড়ির যৌতুক হায়!
নেই তো উপায়, কিছুই করার নেই যে আর;
সয়ে যাচ্ছে স্বামীর নিঠুর অত্যাচার।
একদিন হঠাৎ থমকে গেলো তার দেহ,
জানলো না তো, বুঝলো না তো আর কেহ।
ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না