লিখেছেনঃ
2023-06-02+0608:13 আমার কাছে" ভালোবাসাটা'"একটা ভালোবাসা।ভালোবাসা এই জিনিস টাকে আমি মূল্যায়ন করি।কারও ভালোবাসার গল্প শুনতে আমার ভালই লাগে ।হোক না সেটা কাছে আসার বা বিচ্ছেদের ,ভালোবাসা তো ভালোবাসাই। আমার মতে সব মানুষের কাউকে না কাউকে ভালোবাসা উচিত । ভালোবাসা একটা মানুষকে অনেকখানি পাল্টে দেয়।দুটি মানুষের মাঝে একটা আলাদা জগত তৈরি হয়। তেমনিই...... অনু আর আমার ভালোবাসার আজ তিন বছর।এই তিন বছরে অনেক কিছু পাল্টে গেছে শুধু অনু ছাড়া ।সে ঠিক আগের মতই আছে যেমন টা ছিল প্রথম ভালবাসায়। অবশ্য কিছু পরিবর্তন তো এসেছে।আগে অনেক বাচ্চা সুলভ ছিল। অনেক কিছুই বুজত না।সময়ের পরিবর্তনে অবশ্য সব ঠিক  হয়ে গেছে।বরং এখন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিনিয়ত। এছাড়াও বাহ্যিক বা অভ্যন্তরীণ কিছু উত্থান বা পতন পরিবর্তন তো হয়ে থাকে। তবে মাঝে মাঝে ভাবি কেমনে একটা মানুষ এতটা ভালবাসতে পারে। এই একটা জিনিসের কাছে আমি প্রতিনিয়ত হেরে যাই । অবশ্য এই ক্ষেত্রে হেরে যাওয়া টাই ভাল।  তার ভালোবাসা আমার সবকিছুতেই। তার একটা অভ্যাস হল একটুতেই রেগে যায় । আর এই জিনিস টা আমার সব থেকে ভাল লাগে। সারাদিনে কত বকা দেয়  তা  নিজেও জানি না। কিন্তু তবুও কেমন জেনো একটা ভাল লাগা কাজ করে। ইচ্ছা করেই উল্টা পাল্টা কাজ করে বসি। আর  ও  রেগে আগুন হয়ে যায়। অবশ্য পরে অনেক কষ্টে শান্ত করা লাগে।কিন্তু সত্যি অনেক ভাল লাগে।আসলে সামনাসামনি তো দেখতে পারি না যে কেমন লাগে ওকে তখন। কিন্তু রাগলে ওকে অনেক ভাল লাগে আমি বুজতে পারি। ও আচ্ছা  ভাল কথা ,তাকে  সামনাসামনি দেখতে পারি না তার কারন হল সে অনেক দূরে থাকে। সমাজে যাকে বলে"Long Distance Reletionship".আমাদের দূরত্ব বাড়লেও ভালোবাসা কখনই কম হয়  নাই।মাঝে মাঝে আমার এটাও মনে হয় আমাদের ভালোবাসায়  দূরত্ব ও ভালোবাসা সমানুপাতিক। তবে সত্যি বলতে কি আমি যদি কখনও আবার কাউকে ভালোবাসি তবে এই মানুষটাকেই ভালবাসতে চাই বারবার। আসলে এই মানুষটার ভালোবাসার কাছে আমি পরাজিত। কখনও মনে হয় আমি এতটাও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তবুও ধন্যবাদ সৃষ্টি কর্তাকে তার মত একটা মানুষ আমার জীবনে পাঠানোর জন্য ।আমার জীবনটাকে এত সুন্দর করে তুলার জন্য। তবে আরও অনেক কিছু লিখতে ইচ্ছা করতেছে কিন্তু থাক......  সারাদিন ভার্সিটিতে ক্লাস করে খুব ক্লান্তি লাগতেছে। অন্য একদিন না হয় এই মানুষটাকে নিয়ে বা আমাদের ভালোবাসার গল্প গুলো নিয়ে  আরও লিখা যাবে।   বিঃদ্রঃ ভুল ভ্রান্তি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভাল লাগা বা না লাগা নিজের দায়িত্ব ।। আমাদের গল্পটা  (১) এর লিংক .।।  http://blog.humansofthakurgaon.org/article/6_blog_2018_03_21_07_41_32       ১১৫১ মার্চ ২১, ২০১৯ ১১:০৬ অপরাহ্ন ৪ বছর পূর্বে

আমার কাছে" ভালোবাসাটা'"একটা ভালোবাসা।ভালোবাসা এই জিনিস টাকে আমি মূল্যায়ন করি।কারও ভালোবাসার গল্প শুনতে আমার ভালই লাগে ।হোক না সেটা কাছে আসার বা বিচ্ছেদের ,ভালোবাসা তো ভালোবাসাই। আমার মতে সব মানুষের কাউকে না কাউকে ভালোবাসা উচিত । ভালোবাসা একটা মানুষকে অনেকখানি পাল্টে দেয়।দুটি মানুষের মাঝে একটা আলাদা জগত তৈরি হয়। তেমনিই......

অনু আর আমার ভালোবাসার আজ তিন বছর।এই তিন বছরে অনেক কিছু পাল্টে গেছে শুধু অনু ছাড়া ।সে ঠিক আগের মতই আছে যেমন টা ছিল প্রথম ভালবাসায়। অবশ্য কিছু পরিবর্তন তো এসেছে।আগে অনেক বাচ্চা সুলভ ছিল। অনেক কিছুই বুজত না।সময়ের পরিবর্তনে অবশ্য সব ঠিক  হয়ে গেছে।বরং এখন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখি প্রতিনিয়ত। এছাড়াও বাহ্যিক বা অভ্যন্তরীণ কিছু উত্থান বা পতন পরিবর্তন তো হয়ে থাকে। তবে মাঝে মাঝে ভাবি কেমনে একটা মানুষ এতটা ভালবাসতে পারে। এই একটা জিনিসের কাছে আমি প্রতিনিয়ত হেরে যাই । অবশ্য এই ক্ষেত্রে হেরে যাওয়া টাই ভাল।  তার ভালোবাসা আমার সবকিছুতেই। তার একটা অভ্যাস হল একটুতেই রেগে যায় । আর এই জিনিস টা আমার সব থেকে ভাল লাগে। সারাদিনে কত বকা দেয়  তা  নিজেও জানি না। কিন্তু তবুও কেমন জেনো একটা ভাল লাগা কাজ করে। ইচ্ছা করেই উল্টা পাল্টা কাজ করে বসি। আর  ও  রেগে আগুন হয়ে যায়। অবশ্য পরে অনেক কষ্টে শান্ত করা লাগে।কিন্তু সত্যি অনেক ভাল লাগে।আসলে সামনাসামনি তো দেখতে পারি না যে কেমন লাগে ওকে তখন। কিন্তু রাগলে ওকে অনেক ভাল লাগে আমি বুজতে পারি। ও আচ্ছা  ভাল কথা ,তাকে  সামনাসামনি দেখতে পারি না তার কারন হল সে অনেক দূরে থাকে। সমাজে যাকে বলে"Long Distance Reletionship".আমাদের দূরত্ব বাড়লেও ভালোবাসা কখনই কম হয়  নাই।মাঝে মাঝে আমার এটাও মনে হয় আমাদের ভালোবাসায়  দূরত্ব ও ভালোবাসা সমানুপাতিক। তবে সত্যি বলতে কি আমি যদি কখনও আবার কাউকে ভালোবাসি তবে এই মানুষটাকেই ভালবাসতে চাই বারবার। আসলে এই মানুষটার ভালোবাসার কাছে আমি পরাজিত। কখনও মনে হয় আমি এতটাও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তবুও ধন্যবাদ সৃষ্টি কর্তাকে তার মত একটা মানুষ আমার জীবনে পাঠানোর জন্য ।আমার জীবনটাকে এত সুন্দর করে তুলার জন্য। তবে আরও অনেক কিছু লিখতে ইচ্ছা করতেছে কিন্তু থাক......

 সারাদিন ভার্সিটিতে ক্লাস করে খুব ক্লান্তি লাগতেছে। অন্য একদিন না হয় এই মানুষটাকে নিয়ে বা আমাদের ভালোবাসার গল্প গুলো নিয়ে  আরও লিখা যাবে।  

বিঃদ্রঃ ভুল ভ্রান্তি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভাল লাগা বা না লাগা নিজের দায়িত্ব ।।

আমাদের গল্পটা  (১) এর লিংক .।।

 http://blog.humansofthakurgaon.org/article/6_blog_2018_03_21_07_41_32

 

 

 


বিষয়ঃ অনুগল্প | ট্যাগসমূহঃ ব্যক্তিগত কথাকাব্য [ ১১৫১ ] 1151 [ ০ ] 0
  • শেয়ার করুনঃ
পাঠিয়ে দিনঃ

ব্লগারঃ আসিফ আহমেদ

ব্লগ লিখেছেনঃ ৫ টি
ব্লগে যোগদান করেছেনঃ ৬ বছর পূর্বে

০ টি মন্তব্য ও প্রতিমন্তব্য

মন্তব্য করুন

মন্তব্য করবার জন্য আপনাকে লগইন করতে হবে।
ব্লগের তথ্য
মোট ব্লগারঃ ৬৮ জন
সর্বমোট ব্লগপোস্টঃ ৯৬ টি
সর্বমোট মন্তব্যঃ ১২২ টি


ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও-এ প্রকাশিত সকল লেখা এবং মন্তব্যের দায় লেখক-ব্লগার ও মন্তব্যকারীর। কোন ব্লগপোস্ট এবং মন্তব্যের দায় কোন অবস্থায় 'ব্লগ | হিউম্যানস অব ঠাকুরগাঁও' কর্তৃপক্ষ বহন করবে না