লিখেছেনঃ কে শায়েখ ইবনে মিজান এপ্রিল ১১, ২০১৭ ১১:১২ অপরাহ্ন ৫ বছর পূর্বে
লুডু খেলবে আমার সাথে?
- বেশ!
তুমি সাপ হবে, আর আমি হব গুটি!
- মাঝে মাঝে মই হতে চাই।
তাই নাকি?
- তোমার রন্ধ্রে রন্ধ্রে আরোহণ হবে।
আলো না থাকলে?
-চাঁদের আলোয় লুডু হয় না বুঝি?
তা হয় বেশ, চল শিশু গাছের ছায়ায় বসি!
-এই রাতে আবার ছায়া?
চাঁদেরও ছায়া আছে, তারারও মায়া আছে।
-ওসব বাদ, প্রথম দানটা দাও তো!
বাকিটুকু পড়ুন বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা শিল্প-সাহিত্য রসগল্প [ ২৩৬০ ] [ ৩ ]