আর্তনাদ
লিখেছেনঃ
ক্ষুদে শব্দশ্রমিক
ফেব্রুয়ারী ২৫, ২০১৮
১১:২১ পূর্বাহ্ন
৫ বছর পূর্বে
গলির পাশের তিন নম্বর বাড়িটার,
অবাক করা দৃষ্টি ছিলো নারীটার।
কান্না এলে পাথর চেপে দিতো বাঁধ,
কেউ কখনো বুঝতোনা তার আর্তনাদ।
পণের জন্য গোপণে মার খাচ্ছে রোজ,
কোথায় পাবে লক্ষাধিক ঐ টাকার খোঁজ?
রিকশাচালক বাবার যে আর নেই উপায়,
ক্যাম্নে দিবে শ্বশুরবাড়ির যৌতুক হায়!
নেই তো উপায়, কিছুই করার নেই যে আর;
সয়ে যাচ্ছে স্বামীর নিঠুর অত্যাচার।
একদিন হঠাৎ থমকে গেলো তার দেহ,
জানলো না তো, বুঝলো না তো আর কেহ।
বাকিটুকু পড়ুন
বিষয়ঃ কবিতা
|
ট্যাগসমূহঃ
কবিতা
[ ১০২৫ ]
[
০
]
শুধু তোমারই জন্য
লিখেছেনঃ
ক্ষুদে শব্দশ্রমিক
ফেব্রুয়ারী ২৫, ২০১৮
১১:১৬ পূর্বাহ্ন
৫ বছর পূর্বে
তানপুরার সেই মনোমুগ্ধকর সুর আজ হয়ে গেছে বড্ড ঝাঁঝালো, ফ্যাকাসে হয়ে গেছে চাতক পাখির আশাতুর বদন, রেলস্টেশনে বিলাতি সাহেবের বোঝা উঠাতে পারলে দু পয়সা বেশি পাবে জেনেও অজানা আতঙ্কে আড়ালেই লুকিয়ে আছে ষাটোর্ধ্ব কুলি আজমত মিয়া।
পুবের আকাশে আজ কালো মেঘের আনাগোনা। যে কোনো প্রহরেই বইতে পারে ঝড়; নামতে পারে শত সহস্র আর্তনাদযুক্ত রক্তবৃষ্টি। এমন ভয়ঙ্কর পূর্বাভাস জেনেও কি তুমি নীরব থাকবে হে স্বাধীনতা?
তোমার জন্য বদলে গিয়েছে নিত্যবৃত্ত বর্তমান, তোমার [...]
বাকিটুকু পড়ুন
বিষয়ঃ কবিতা
|
ট্যাগসমূহঃ
কবিতা
[ ১০০৭ ]
[
০
]