লিখেছেনঃ শেখ সাইফ আহমেদ আফ্রিদি জানুয়ারী ২৭, ২০১৮ ১০:০৪ অপরাহ্ন ৫ বছর পূর্বে
সুখ-
তুমি যাবে..? নিয়ে আমায় সঙ্গে করে
ওই দূর শুভ্র নীলাম্বরে?
যেথায় থাকবেনা কোনো ভয়-সংশয়,
চলবেনা কো দুনিয়াটা কারো জোরে!
যেথায় থাকবো মোরা কোনো ভোরে,
ফুটন্ত গোলাপে শিশিরকণা
থাকে যেমন করে।
সুখ!
একটিবার শোনো আমার কথা,
কারো মনে কভু আমি দিতে চাইনি ব্যাথা।
তবু কেনো চলে যাও বারে বারে,
ছুঁয়ে আমায় একটু আলতো করে।
করবো না আর নিরাশ তোমায়,
থাকবো সদা পাশে।
একটাই অনুরোধ;
আমায় শুধু আগলে রেখো
তোমার লুকোচুরির বেশে।
সুখ...? [...]
বাকিটুকু পড়ুন বিষয়ঃ কবিতা | ট্যাগসমূহঃ কবিতা [ ৬৬৭ ] [ ০ ]